নিউ এজ কার্যালয়ে পুলিশ প্রবেশের চেষ্টা
ইংরেজি দৈনিক নিউ এজ এর কার্যালয়ে পুলিশ প্রবেশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পত্রিকার সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে পুলিশের বাক বিতণ্ডা হয়েছে। শেষ অবধি সেখানে ঢুকতে পারেনি পুলিশ।
দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিকরা জানান, রোববার রাত পৌনে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) সালাহউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এফডিসি সংলগ্ন নিউএজ এর কার্যালয় সংলগ্ন গলিতে প্রবেশ করে। পরে নিউএজ অফিসে তল্লাশি করতে ঢোকার চেষ্টা করে।
এ সময় সাংবাদিকরা পুলিশকে কার্যালয়ে ঢুকতে বাধা দিয়ে পুলিশের কাছে তল্লাশির কারণ জানতে চান। পুলিশ কেন লিখিত কারণ ছাড়া কার্যালয়ে ঢুকবেন জানতে পুলিশের দাবি ছিল কিছু জামায়াতের লোকজন সেখানে প্রবেশ করেছে সেজন্য তল্লাশী করবেন তারা। তবে পত্রিকারটির সাংবাদিকদের তোপের মুখে কার্যালয়ে ঢুকতে পারে নি পুলিশ।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন, সম্পাদক ইমন
- ২ ‘এআই সাংবাদিকের বিকল্প নয়, শক্তি বাড়ানোর হাতিয়ার’
- ৩ পত্রিকা অফিসে হামলা-সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন
- ৪ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ৫ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান