ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

উত্তরায় বিমান দুর্ঘটনায় সাংবাদিক সেলিম জাহিদের ছেলে নিখোঁজ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাংবাদিক সেলিম জাহিদের ছেলে সায়েরের খোঁজ মিলছে না।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সেলিম জাহিদ লিখেছেন, ‘আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোনের মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্র্যাশ করেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি সায়েরের একটি ছবি সংযুক্ত করেন। সেলিম জাহিদ দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা হলো- মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ ও তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েত। ঘটনাস্থলে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে প্রিয় মুখের সন্ধানে এদিক-ওদিক হন্যে হয়ে ছুটছেন।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯-০৪৩৬৯৭।

বিজ্ঞাপন

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ওইদিন হতাহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জেপিআই/এমকেআর/জিকেএস

বিজ্ঞাপন