ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম, সাধারণ সম্পাদক পদে মো. মিসবাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মিলন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নির্বাচিত দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর প্রতিবেদক মিসবাহ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোস্তাফিজুর রহমান মিলন।

নির্বাচিত অন্যরা হলেন ১ নম্বর সহসভাপতি জাকির ইসলাম, ২ নম্বর সহসভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।

এমএমএআর/এএসএম