নাইজেরিয়ায় আলজাজিরার দুই সাংবাদিক আটক
নাইজেরিয়ার সেনাবাহিনী আল জাজিরার দুই সাংবাদিককে আটক করেছে। মঙ্গলবার দেশটির রাজধানী মাইদুগুরি থেকে তাদের আটক করা হলেও বৃহস্পতিবার তা গণমাধ্যমে প্রকাশ করে সেনাবাহিনী। খবর এনডিটিভি।
আল জাজিরা জানিয়েছে, আটককৃত সাংবাদিকদের নাম আহমেদ ইদ্রিস ও মোস্তফা। তারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহের জন্য সেখানে কাজ করছিলেন। নির্ধারিত হোটেলে অবস্থানের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়।
নাইজেরিয়ার সেনা সদর থেকে জানানো হয়, দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে চলা অভিযানের সময় তারা হোটেলের বাইরে সন্দেহজনক চলাফেরা করছিল। পরে বিষয়টি তদন্তে ধরা পড়লে তাদের আটক করা হয়।
এএইচ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা