অবশেষে উদ্ধার হলো সাংবাদিকপুত্র তন্ময়
অবশেষে উদ্ধার হলো বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের নিখোঁজ পুত্র সায়েদ তাইছির আবরার তন্ময়। শুক্রবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধারে কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় পুলিশ সুপারকে মুঠোফোনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অগ্রগতি জানাতেও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, তন্ময় গত ৩০ মার্চ সকালে নিখোঁজ হয় তন্ময়। এ ব্যাপারে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় ডায়েরি করেন সাংবাদিক জালাল।
এএইচ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা