ইরানে শুরু হচ্ছে মার্কিন সাংবাদিকের বিচার
ইরানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি বিষয়ক গোপন তথ্য সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার অভিযোগে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাসন রেজানিয়ানের বিচার শুরু হচ্ছে। তেহরানের একটি আদালতে তার বিরুদ্ধে বিচার শুরু হবে ২৬ মে। খবর রয়টার্স
খবরে বলা হয়, গত বছরের জুলাই মাসে তেহরানের নিজ বাড়ি থেকে আটক করা হয় ইরান ও মার্কিন সাংবাদিক জ্যাসনকে। এ সময় তার স্ত্রী ইয়েগানেহ সালেহিসহ তাদের দুই বন্ধুকেও আটক করা হয়। সালেহি নিজেও একজন সাংবাদিক। কিন্তু কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে ইরান এখনও কোন বিস্তারিত কিছু জানায়নি।
তবে এপ্রিল মাসে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছিল, জ্যাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
জেআর/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা