প্রেসক্লাবের নতুন কমিটির বিরুদ্ধে মামলা
জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদের কমিটি অবৈধ মর্মে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের ২০১৪-’১৫ মেয়াদের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি করেন।
মামলার বিবাদীরা হলেন ২০১৫-’১৬ মেয়াদে নতুন কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য, মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল শাখা, সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, প্রেসক্লাব শাখা, ম্যানেজার, প্রাইম ব্যাংক, মতিঝিল শাখা, জেলা প্রশাসক, ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, ঢাকা। মামলা দায়েরের পর সংশ্লিষ্ট বিচারক মো. শাহাদাত হোসেন বিবাদিগণকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এএইচ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা