বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত মোস্তাক হোসেন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেস ক্লাবে দু’দফা জানাজা শেষে সাংবাদিক মোস্তাক হোসেনের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হয়েছে। বাদ জোহর ডিআরইউ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডিআরইউতে জানাজা শেষে মরদেহ প্রেস ক্লাবে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, ডিইউজে’র সভাপতি আবু জাফর সূর্য্য এবং জাগোনিউজ২৪.কম-এর প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকারসহ অন্য সহকর্মীরা। এছাড়া বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জানাজায় অংশ নেন।
প্রথম দফা জানাজার আগে ডিআরইউতে মোস্তাক হোসেনের ওপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিআরইউ'র সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাদশাহ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ইলিয়াস খান, রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন ও নাজমুল হক সরকার। সভা পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ।
জানাজা শেষে ডিআরইউসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মোস্তাক হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির জানাজায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, মোরছালিন নোমানী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ মামুনুর রশিদ, খায়রুজ্জামান কামাল, শরিফুল ইসলাম বিলু, মাঈনুল হোসেন, মাহমুদুর রহমান খোকন, সৈয়দ আহমেদ অটল, মোস্তফা হোসেন চৌধুরী, মলয়কান্তি সাহা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম এবং আজকের কাগজ ও ভোরের ডাকের মোস্তাক হোসেনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, মোস্তাক হোসেন জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যও ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও পৃথক এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এদিকে, ডিআরইউর সাবেক সভাপতি মোস্তাক হোসেনের মৃত্যুতে দুদিনের শোক ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষে মঙ্গল ও বুধবার ডিআরইউ’র পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সদস্যরা কালোব্যাজ ধারণ করবেন।
এফএইচএস/জেএইচ/আরআইপি