ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রের সাংবাদিক-কর্মচারীদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম।
বুধবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে বুধবার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম একটি সভা করে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মজুরি বোর্ড বাস্তবায়নকারী সব সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগে পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়।
শাওয়াল মাসের চাঁদ দেখা-সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
আরএমএম/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ২ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
- ৩ সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত
- ৪ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ
- ৫ সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস