ডিআরইউ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০১৪-১৫ মেয়াদের নির্বাচন উপলক্ষে সদস্যদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ভোটার এক হাজার ৩০৪ জন।
আগামী ৮ নভেম্বর বিকেল ৫টায় ডিআরইউ কার্যালয়ে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানো যাবে আগামী ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আর ২১ নভেম্বর বিকেল ৫টায় ডিআরইউ কর্তৃপক্ষ মনোয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর সকাল ১১টায়।
একই সঙ্গে মনোনয়নপত্রের মূল্য তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে, সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য যথাক্রমে ৫ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ৪ হাজার টাকা, সম্পাদকমণ্ডলীর পদে মনোনয়নপত্রের মূল্য ৩ হাজার টাকা ও কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়নপত্রের মূল্য ২ হাজার টাকা।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা