৩০ জুলাই সম্প্রচারে আসছে নেক্সাস টিভি
আগামী শুক্রবার (৩০ জুলাই) সম্প্রচার শুরু করতে যাচ্ছে আরেকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে এটি সম্প্রচার হবে। থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারাদিনের অনুষ্ঠান সাজানো হবে।
নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ বুধবার (২৮ জুলাই) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। যার মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ। আমাদের বিশ্বাস, বাংলাদেশের টেলিভিশন দুনিয়ায় আমরা খুব সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারব।
জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচারিত হবে।
এইচএস/বিএ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
- ২ সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত
- ৩ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ
- ৪ সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস
- ৫ সংবাদপত্র অফিসে আক্রমণ গ্রহণযোগ্য হতে পারে না: গাজী আতাউর