বিজয় দিবসে বিএফইউজে ও ডিইউজের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা বোনের ত্যাগের কথা স্মরণ করেন এবং সর্বোপরি বিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, অপর এক সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এএইচ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ
- ২ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন
- ৩ উৎসব-আনন্দে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর
- ৪ মতপ্রকাশ তো অনেক দূর, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার
- ৫ ‘টেকসই জলবায়ু ঝুঁকি বিমা ব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ দরকার’