সাংবাদিক অরুণ বসু আর নেই
করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আর নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
এর আগে ৫ অক্টোবর অরুণ বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।
১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন অরুণ বসু। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন।
জেডএইচ/এএসএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা