ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

শিপনের ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউ’র নিন্দা

প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদের সদস্য ওসমান গনি বাবুলের ছেলে শিপন ওসমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ফটকের সামনে তিনি হামলার শিকার হন।

হামলার ঘটনায় মিরপুর দারুসসালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২৫/১২)।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এক বিবৃতিতে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা শিপন ওসমানের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়।

একে/আরআইপি