ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

‘নিজেদের অনৈক্যের কারণে অধিকারবঞ্চিত হচ্ছেন সাংবাদিকরা’

প্রকাশিত: ০২:০০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

‘সাংবাদিকদের অনৈক্যের সুযোগে মালিক ও স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে। নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাংবাদিকরা। এর প্রভাব পড়েছে তাদের পরিবারের উপরও। শুধু তা-ই নয়,  সাংবাদিকদের বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্য, ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়া, যখন তখন চাকরি হারানোর ভয়-এর সব কিছুই হচ্ছে সাংবাদিকদের অনৈক্যের সুযোগে। একই কারণে বিচার হচ্ছে না সাগর-রুনীসহ সাংবাদিক হত্যারও। ’

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ইকোনমিটুডে.নিউজ’ এর আয়োজনে ‘চাকরি ও জীবনের নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা : অনিশ্চিয়তায় সাংবাদিকদের পরিবার’ শীর্ষক আলোচনায় বক্তরা এসব কথা বলেন।

‘দ্য ইকোনমিটুডে.নিউজ’ এর প্রধান সম্পাদক, সাংবাদিক ও লেখক রহমান মুস্তাফিজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও ‘দ্য ইকোনমিটুডে.নিউজ’ এর সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল (ডিএসএ) সভাপতি নাসিমা আক্তার সোমা, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজে’র যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বরোপ করে বলেন, অনৈক্যের কারণে সাংবাদিকদের ঐতিহ্য হুমকির মুখে। সমাজ ও পরিবারে সাংবাদিকদের অবস্থান নেতিবাচক। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ঐক্যবদ্ধ থাকা।

বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, এমন এক সময় ছিল যখন কেউ সাংবাদিকদের ক্ষতি করে পার পেত না। কিন্ত আজ সাংবাদিকদের হত্যা করলেও এর কোনো বিচার পাওয়া যায় না। সাংবাদিকরা দ্বিধাবিভক্ত হওয়ায় তৃতীয় পক্ষ সুযোগ গ্রহণ করে সাংবাদিকদের রুটি-রুজি ও জীবনের উপর হুমকি দেওয়ার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় ‘দ্য ইকোনমিটুডে.নিউজ’ এর প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতনের ইতিহাস দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অধিকাংশ সাংবাদিকদের পরিবারগুলো ভাল নেই। অকাল প্রয়াত সাংবাদিকদের পরিবারগুলো চরম অনিশ্চিয়তার মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন জরুরি। একই সাথে প্রয়োজন সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা।

এফএইচ/এসএইচএস/এমএস