ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

চট্টগ্রামেও মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চট্টগ্রামে আরো তিনটি মামলা দায়ের হয়েছে। চট্টগ্রামের পৃথক দুটি আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা তিনটি করা হয়।

চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে মানহানির অভিযোগটি করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। আদালত অভিযোগটি গ্রহণ করে বিকেলে শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ভবতোষ নাথ। তিনি বলেন, ‘গত ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের তথ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত সংবাদ প্রকাশের অভিযোগ এনে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগ করা হয়েছে।’

মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে অপর দুটি মামলা দায়ের করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে মানহানির মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জীবন মুছা/এসএইচএস/এমএস