ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক কাজী মোবারক হোসেন (বিডিনিউজ) ও ইমরান আহমেদ অপুর (বাংলামেইল) উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সর্বস্তরের সংবাদকর্মীদের ব্যানারে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোবারক গত সোমবার তার সনদপত্র তুলতে গেলে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করা হয়। মোবারককে রক্ষা করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ অপুও আহত হন।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, পেশাদার সাংবাদিকদের উপর এ ধরনের হামলা দুঃখজনক। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তুফান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চিহ্নিত একজন সন্ত্রাসীকে সাময়িক বহিষ্কার করেছে। আমাদের দাবি থাকবে, দ্রুত অন্যান্য অপরাধীদের শনাক্ত করে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হোক।

সমিতির সভাপতি হামলায় আহত ইমরান আহমেদ বলেন, জগন্নাথ ছাত্রলীগের সভাপতি শরীফের কর্মী ইমরানের নেতৃত্বে এ হামলা হয়েছে। আর হামলার পর তাকে ধরা হলেও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এটিই প্রমাণ করে, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ইন্ধনেই এ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের বিচারের পাশাপাশি এ ঘটনায় ইন্ধনদাতা ও নেপথ্যের হোতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিক এস এম আতিক হাসান বলেন, দেশের বিচারহীনতার সাংস্কৃতির কারণে সাংবাদিকদের উপর একের পর এক হামলা করা হচ্ছে। কাজী মোবারকের উপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর বিচার না হওয়ায় হামলাকারীরা উৎসাহিত হচ্ছে। অবিলম্বে সাংবাদিক মোবারক ও অপুর ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংবাদিক আতিয়ার রহমান, এসএম শাহনেওয়াজ সুমন, আশিক মাহমুদ, আহমেদ নূর প্রমুখ। এছাড়া মানবন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এএস/এমজেড/পিআর