ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডিইউজের নবনির্বাচিতরা টুঙ্গিপাড়ায় যাচ্ছেন কাল

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামীকাল (মঙ্গলবার) ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

সকাল সাড়ে ৭টায় তারা জাতীয় প্রেসক্লাব থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। ডিইউজের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিইউজের নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘ঐতিহাসিক মার্চের প্রথম দিনে জাতির জনক গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করতে চান। বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে ধারণ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে আগামী দুই বছর পরিচালনা করতে চান। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা আমাদের প্রত্যাশা কামনা করেন।

এমইউ/বিএ

আরও পড়ুন