ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

বানোয়াট সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়: এডিটরস গিল্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১২ এএম, ০১ এপ্রিল ২০২৩

স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল বলে মন্তব্য করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেছেন, এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

এতে আরও বলা হয়, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার আহ্বান জানান নেতারা।

এর আগে গত বুধবার (২৯ মার্চ) জারি করা এক বিবৃতিতে প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এডিটরস গিল্ড অভ বাংলাদেশ। বিবৃতিতে এডিটরস গিল্ড বলে, সাংবাদিকদের কোনোভাবেই গ্রেপ্তার, হয়রানি বা নির্যাতন করা যাবে না।

গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে এতে আরও বলা হয়, প্রথম আলো যদি সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কোনো প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে সাহায্য চাইতে পারে। বিষয়টি প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানায় গিল্ড।

এমকেআর