বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি
পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ। তারা বলেছেন, বঙ্গবন্ধুকে ভাল করে চিনতে ও জানতে হলে তার জীবনীর ওপর লিখিত এই বইটি পড়তে হবে। সেজন্য আত্মজীবনীটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শাবান মাহমুদ। বিএফইউজে ও ডিইউজের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে জাতির জনকের জন্মদিন পালন করা হলো।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, কিছু কুলাঙ্গার ছাড়া সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসে। স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নামটি এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বাংলাদেশকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালবাসতেই হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালবাসতেন। তিনি সারাজীবন মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষা করে গেছেন তাই মানুষও তাকে হিমালয়সম উচ্চতার শ্রদ্ধার আসনে বসিয়েছেন।
যারা অবাধ গণতন্ত্রের চর্চা ও স্বাধীনতায় বিশ্বাস করে না, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে আশ্রয় প্রশ্রয় দেয়, তারা বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানাতে কুণ্ঠাবোধ করে।
তিনি আরো বলেন, স্বাধীন দেশ বাস করে, সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে জাতির পিতাকে অস্বীকার করে এ ধরনের কুলাঙ্গারদের প্রতিহত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘুরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুইঁয়া, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য লিটন হায়দার, এ এম শাহজাহান মিয়া, সাবেক প্রচার সম্পাদক রফিক আহমেদ, সিনিয়র সদস্য মৃনাল চক্রবর্তী, আজমল হক হেলাল ও প্রণব কুমার মজুমদার।
সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের ভিত্তিতে আগামী দুই বছর বর্তমান কমিটি সকল কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।
এর আগে জাতীয় প্রেসক্লাবে সংরক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএফইউজে ও ডিইউজের বর্তমান ও সাবেক নেতারা।
এমইউ/এসএইচএস/এবিএস