সাইবার নিরাপত্তা আইন
২০০ বছর আগের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট জীবিত করার মানে নেই

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিএফইউজে বলছে, এ আইনে (সাইবার নিরাপত্তা) অন্তর্ভুক্ত করে ২০০ বছরেরও বেশি পুরোনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে নতুন করে জীবন দেওয়ার মানে হয় না। আমরা এর বিরোধিতা করি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের কাছে বিএফইউজের পক্ষে এ প্রস্তাব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিএফইউজের উপস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় লিখিত সুপারিশে এ বিরোধিতার কথা জানানো হয়।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনটি ন্যূনতম গ্রহণযোগ্য পর্যায়ে আনতে তিনটি সুপারিশ করেছে বিএফইউজে। এরমধ্যে সাইবার নিরাপত্তা আইনে নতুন করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অন্তর্ভুক্ত করার বিরোধিতা করা অন্যতম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্য দুটি সুপারিশ হলো
>> ফৌজদারি আইনে যেসব অপরাধ ও সাজা নির্ধারণ করা আছে, সাইবার নিরাপত্তা আইনে তা সংযোজন করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
>> আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪২ নম্বর ধারায় অপরাধের সংজ্ঞা ও আইনের প্রয়োগ প্রক্রিয়া আরও সুস্পষ্ট করা প্রয়োজন।
বিজ্ঞাপন
এদিকে, সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক সমাজের পক্ষে বিএফইউজের পর্যবেক্ষণ ও সুপারিশ পড়ে শোনান জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
তিনি বলেন, আমরা সাইবার সিকিউরিটি আইনের খসড়া দেখেছি। সংশোধিত আইনে ডিজিটাল সিকিউরিটি আইনের কিছু ধারায় জামিনের সুযোগ বাড়লো বটে, কিন্তু কিছু ধারায় অস্বাভাবিক জরিমানার বিধান করা হলো। সেই জরিমানা দিতে না পারলে জেলে যাওয়ার খড়গ মাথার ওপর ঝুলেই থাকলো।
তিনি বলেন, বলা হচ্ছে- ২৫ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও বিচারক এক টাকাও জরিমানা করতে পারেন। কথা সত্য। তাহলে বিশাল অংকের জরিমানা রাখা হলো কেন? ভয় দেখানোর জন্য? বাকি ধারাগুলোতেও খুব বড় পরিবর্তন দেখছি না।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএফইউজে মহাসচিব দ্বীপ আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
এএএইচ/এমকেআর/এএসএম
বিজ্ঞাপন