ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল দাবি বিএফইউজে-ডিইউজের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০২ অক্টোবর ২০২৩

দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান থেকে অর্ধশতাধিক সাংবাদিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন অনতিবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের এ দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ কঠিন সময়ে সাংবাদিকদের চাকরিচ্যুতি তাদের পরিবারগুলো বিপদের মুখে ঠেলে দিয়েছে। এমনিতে বিগত পাঁচ বছরে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতার বিন্দুমাত্র উন্নতি হয়নি। তারপর আবার চাকরিচ্যুতি নিকৃষ্টতম বর্বতার শামিল। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ করা প্রয়োজন।

অন্যথায় রাজপথে আন্দোলন কর্মসূচির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএএইচ/এমএস

বিজ্ঞাপন