ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক এম. ওয়াহিদ উল্লাহর মৃত্যুতে ডিআরইউর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ ডিসেম্বর ২০২৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো চিফ এম. ওয়াহিদ উল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ২টা ১০মিনিটে স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এনএইচ/এসআইটি/জিকেএস