ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডুরার নতুন সভাপতি মাসুম, সম্পাদক শাহজাহান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

সেবা খাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। এ কমিটির নতুন সভাপতি হিসেবে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহজাহান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল রেইনি রুফে বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার চিফ রিপোর্টার শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসিফ মাহমুদ শাহ্, অর্থ সম্পাদক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম রনি ও জয়শ্রী বাদুড়ী।

নতুন এ কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত করা হয়েছে। সভায় ডুরার বিদায়ী সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়শ্রী বাদুড়ীর সঞ্চালনায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএ/এমআইএইচএস/এএসএম

বিজ্ঞাপন