জনকণ্ঠে কর্মবিরতি
কর্মবিরতি শুরু করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা
অনিয়মিত বেতন, বেতন-পদোন্নতি বৈষম্য এবং কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি। জনকণ্ঠ ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আনুষ্ঠানিক কর্মবিরতির প্রথম দিন সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা কেউই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো কাজ করেননি। জনকণ্ঠ ঐক্য পরিষদ এই কর্মসূচির বিষয়ে আগেই জনকণ্ঠের মালিকপক্ষকে জানিয়েছিল।
- আরও পড়ুন
আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
বাকস্বাধীনতা রক্ষিত হলেই সাংবাদিকের অধিকার নিশ্চিত হতে পারে
জনকণ্ঠ ঐক্য পরিষদ এর আগেও মালিকপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছিল। কিন্তু মালিকপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে তারা তাদের বেতন ও সমুদয় পাওনা বুঝে পেতে কর্মবিরতির কর্মসূচি শুরু করেন।
জনকণ্ঠ ঐক্য পরিষদ জানিয়েছে, জনকণ্ঠের সব সাংবাদিক-কর্মচারীদের বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব বিভাগকে একসঙ্গে দিতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনও সমন্বয় করে দিতে হবে।
কেএসআর/
সর্বশেষ - গণমাধ্যম
- ১ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ২ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
- ৩ সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত
- ৪ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ
- ৫ সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস