নৌবাহিনীর অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে সন্ত্রাসীসহ আটক ৫
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত সন্ত্রাসীসহ পাঁচজনকে আটক করেছে নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়ার বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন
অভিযানে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়াও আটকরা ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন
উদ্ধারকৃত অস্ত্রসহ আটকদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
টিটি/এমকেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার