অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৬৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৬৫

গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) পুরো জেলায় ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে মেট্রোপলিটন এলাকা থেকে আরও ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম। 

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।