স্মারকলিপি দিতে সচিবালয়ে যাচ্ছেন প্রাথমিকের প্রতিনিধিরা
প্রতিনিধিদল সচিবালয়ে গেলেও এখনও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন অন্য আন্দোলনকারীরা
শাহবাগে অবস্থান নেওয়া সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সেখানে তাদের স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার একটি পুলিশের গাড়িতে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
প্রতিনিধিদলে রয়েছেন- পিয়াশ তালুকদার, নওরিন আক্তার, জান্নাতুল নাইম, মালা বোস, শামীমা আক্তার ও রাশেদ শাহরিয়ার।
সংশ্লিষ্টরা জানান, স্মারকলিপিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০২৩ এর তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকের অতি দ্রুত নিয়োগ পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
এদিকে প্রতিনিধিদল সচিবালয়ে গেলেও এখনো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন অন্য আন্দোলনকারীরা। ব্যানার নিয়ে তাদের সড়কে অবস্থান করতে দেখা গেছে। এসময় তাদের ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হয়তো মোদের যোগদান দিন, নয়তো মোদের জীবন দিন’, ‘থাকার কথা বিদ্যালয়ে, আমরা কেন রাজপথে’, ‘প্রথম ধাপ চাকরি করে, আমরা কেন রাজপথে’, ‘এক নিয়োগে দুই নীতি, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, চাকরি নিয়ে ফিরব বাড়ি’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘যোগদান নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘তোদের রায় তোরা নে, আমার চাকরি ফেরত দে’, ‘অবৈধ এই রায় মানি না, মানবো না’, ‘অধিদপ্তর নীরব কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধারভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
আরও পড়ুন
- প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্তির সুপারিশ
- প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট ও বাংলা-গণিতে ৭৫ মিনিট ক্লাসের সুপারিশ
মঙ্গলবার সকালে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত ১ম - ১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ডাক পান সচিবালয়ে। এদিন দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে এদিন সকালে এনটিআরসিএর নিবন্ধিত ১ম -১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন বলেন, আমাদের আন্দোলনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেজন্য আমরা ৭ সদস্যের একটি প্রতিনিধিদল বাছাই করেছি।
তাদের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন, সমন্বয়ক মো. মোস্তফা কামাল, সমন্বয়ক আল মুমিন, সদস্য শিল্পী আক্তার (সাওফা), সদস্য আসমাউল হুসনা (এলিজা) এবং সদস্য রাজিয়া সুলতানা (রথি)।
বর্তমানে এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীরাও জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এনএস/এএমএ/এমএস