ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

সূত্র জানায়, আয়নাঘর তিনটি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্পসংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আয়নাঘর পরিদর্শন সম্পর্কে সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।

এমইউ/এসএনআর/এএসএম