ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইটিভি ভবনের কফি হাউজে অগ্নিকাণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ইটিভি ভবনের কফি হাউজে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/এমআরএম/এএসএম