ডেভিল হান্টে মোহাম্মদপুর-আদাবর থানা এলাকায় গ্রেফতার ২৫
ডেভিল হান্টে গ্রেফতারদের কয়েকজন
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কে এম মেহেদী হাসান বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আদাবর থানা পুলিশ আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক বিক্রি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সন্ত্রাসবিরোধী আইন, ডিএমপি অধ্যাদেশে ও জিআর পরোয়ানা অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকের অভিযোগে একজন, ডাকাতির প্রস্তুতি অভিযোগে সাতজন, সন্ত্রাসবিরোধী আইনে দুজন, ডিএমপি অধ্যাদেশে একজন ও জিআর পরোয়ানায় একজনকে গ্রেফতার করে।
- আরও পড়ুন
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫০৬
অপরাধের হটস্পট চিহ্নিত, সার্বক্ষণিক নজরদারি চলছে: সেনাসদর
গ্রেফতাররা হলেন- ইউসুফ (২১), অন্তর (২২), আজিজুল (২২), মানিক (২৭), মাহাবুব (১৮), আনোয়ার ওরফে কজি আনোয়ার (৩৫), মন্নান (২৪), শিহাব (২৩), হাসান (২৪), বাঁধন (২০), রুবেল (৩২), নুর হোসেন (২২)। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম মেহেদী হাসান।
এদিকে আদাবর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতররা হলেন- রাহিম (১৫), ইমন (১৫), মো. হোসাইন (১৫) তোফেল (২০); ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আহম্মেদ উসামা, মাদক মামলায় নিয়াজ ওরফে মো. স্বপন কাজী ওরফে সিডি স্বপন (৪০), মো. জুবায়ের ইসলাম (৩১), মো. ফারুক (৪২), মো. মাসুম মিয়া (৩৪), মো. আনোয়ার হোসেন (৩৭); ছিনতাইয়ের চেষ্টা মামলায় মো. ফরিদ (২৮), মো. ইমন (২৮) ও অন্য এক মামলায় মো. আল-আমিন (১৯)।
এই অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
কেআর/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে