পরিবেশ দূষণ রোধে দক্ষিণ সিটিতে ক্লিন সপ্তাহ শুরু
পরিবেশ দূষণ রোধে সড়কে জমে থাকা বালি বা মাটি, ঝরা পাতা, ব্যানার-ফেস্টুন অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন সপ্তাহ -২০২৫’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা ক্লিন সপ্তাহ শুরু হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, ক্লিন সপ্তাহ-২০২৫ অভিযানে ডিএসসিসির প্রত্যেক ওয়ার্ডে সড়কের মিড আইল্যান্ড পরিচ্ছন্ন, সড়কে জমাকৃত বালি বা মাটি, ঝরা পাতা অপসারণ, সসার ড্রেনের বালি বা মাটি অপসারণ, ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে ২২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এমএমএ/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ মেক্সিকোর ফ্লাইট বাতিল করে ঢাকার পথে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
- ২ ২০২৫ সালে কর্মক্ষেত্রে নিহত ১১৯০ শ্রমিক
- ৩ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ৪ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী