অপারেশন ডেভিল হান্ট
২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে গ্রেফতার ১৪
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুনের মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, ডাকাতি মামলা ৮ জন, ডিএমপির মামলায় ৩ জন ও প্রতারণার মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আাসামিরা হলো, রাফাত (২৭), শাকিল (২৫), হাসান (২৫), সুমন (২৪), রামিম (২০), শামীম (১৮), সুজন (২২), আবদুল গণি (৩২), ইমন (২০), সবুজ (২৪), আল আমিন (৩০), নাহিদ (১৮), ইসমাইল (৩৯) ও হুজাইফা (২২)।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
কেআর/এসএনআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ