ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অসহনীয় যানজট, ইফতারের আগে বাসায় ফেরা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০২ মার্চ ২০২৫

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সপ্তাহের প্রথম কর্মদিবস ও রমজানের প্রথম দিনে অসহনীয় যানজটের কবলে রাজধানীবাসী। এতে বিপাকে পড়েছেন কর্মস্থল থেকে ঘরে ফেরা সাধারণ মানুষ। কেউ কেউ আবার ইফতারের আগে ঘরে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করছেন।

রোববার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার পর থেকে বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়।

সরেজমিনে ও বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টো রোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, শ্যামলী, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বাড়তি গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের।

অসহনীয় যানজট, ইফতারের আগে বাসায় ফেরা নিয়ে সংশয়

শ্যামলীতে বাসের অপেক্ষায় থাকা আমির হোসেন বলেন, বেশ কিছু সময় দাঁড়িয়ে আছি। আমিনবাজার যাবো। রাস্তায় যে জ্যাম তার মধ্যে যেসব গাড়ি আসছে সেগুলোতে ওঠার জায়গা নেই। ইফতারের আগে বাসায় পৌঁছাবো কি না সন্দেহ।

আদাবরের বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন আরিফ। বাসা আজিমপুর। জাগো নিউজকে তিনি বলেন, অফিস শেষ করে বের হয়ে গাড়ির অপেক্ষায় আছি। বাসায় ফিরে ইফতার করবো। রাস্তা যে যানজট কীভাবে পৌঁছাবো জানি না।

ফার্মগেটে বাসের অপেক্ষায় থাকা শিকদার আকাশ বলেন, অফিস শেষ করে বাসায় ইফতারের জন্য কিছু কেনাকাটা করলাম। কিছুক্ষণ আগেও রাস্তায় এতটা জ্যাম ছিল না। কিন্তু হঠাৎ যে জ্যাম তাতে গাড়িতে উঠলে পৌঁছাতে পারবো না। তাই ভাবছি পাঠাও নিয়ে চলে যাবো। প্রথম ইফতার পরিবারের সঙ্গে করতে হবে।

অসহনীয় যানজট, ইফতারের আগে বাসায় ফেরা নিয়ে সংশয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, অফিস শেষ করে মানুষ ইফতারে আগে বাসায় পৌঁছাতে চায়। যার ফলে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাস্তায় ব্যাপক চাপ পড়ে। এটাই ইফতারের আগে যানজটের মূল কারণ।

সকালে তেমন যানজট ছিল না জানিয়ে তিনি বলেন, আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। আমাদের এসপি, ডিসি, এডিসি, যুগ্ম কমিশনার সবাই রাস্তায় আছেন। আমি নিজেও রাস্তায় আছি। সাধারণ সময়ের তুলনায় সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনও বেশি করা হয়েছে। আশা করি ইফতারের আগেই মানুষ বাসায় ফিরতে পারবে।

অসহনীয় যানজট, ইফতারের আগে বাসায় ফেরা নিয়ে সংশয়

সিয়াম সাধনার এই মাসে প্রতি বছরের মতো এবারও সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন হয়েছে। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলছে অফিস।

কেআর/কেএসআর/জেআইএম