ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বায়তুল মোকাররমে নিষিদ্ধ হিযবুতের মিছিল থেকে আটক ২

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৭ মার্চ ২০২৫

রাজধানীর বায়তুল মোকাররমে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ মিছিল থেকে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

বায়তুল মোকাররমের সামনে থেকে নিষিদ্ধ হিযবুতের ২ সদস্য আটক

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যান। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের দুই সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এসএনআর/জিকেএস