প্রমাণিত ধর্ষকের ৩ মাসের মধ্যে ফাঁসি-ট্রাইব্যুনাল গঠনের দাবি
প্রমাণিত ধর্ষককে তিন মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এনডিবি নেতারা
পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল-আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নারীদের পোশাক নিয়ে কথা না বলে সুরা নুরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখুন। এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে তিন মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন।
এসময় আইন উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নিজেদের সাবেক সাংবাদিক বা সাবেক শিক্ষক পরিচয় না দিয়ে বর্তমান দায়িত্বটি যথাযথ পালন করুন। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।
এসইউজে/এমএএইচ/জেআইএম