জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের চারদিনের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো তিনি একবার বাংলাদেশ সফরে এসেছিলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার রোহিঙ্গা ইস্যুটি সকলের দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যখনই বিশ্বনেতাদের সঙ্গে তার দেখা হচ্ছে তখনই তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন। আমরা আশা করছি সফরের পর জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে নতুন কোনো বার্তা দেবেন যাতে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বনেতাদের নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে।
- আরও পড়ুন
- ডিসেম্বরে নির্বাচন, রোহিঙ্গা ইস্যুও বড় চ্যালেঞ্জ
- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর প্রধান
- জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার
শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। তাদের জন্য পুষ্টি সহায়তা খুবই প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে পুষ্টি সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন হয়। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা খুবই প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ (বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত) একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পনসর হিসেবে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এ ব্যাপারেও আলোচনা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এমইউ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জলবায়ু সংবেদনশীল অঞ্চলের উন্নয়নে ৫১.৪ মিলিয়ন ডলার দেবে ইফাদ
- ২ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন
- ৩ দেশে এলে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৪ জুলাই যোদ্ধাদের ‘বিশেষ নিরাপত্তা’ দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা