ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশিক্ষণ নিতে বিএসএফের ২৫ সদস্য বাংলাদেশে

প্রকাশিত: ১১:০৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (বিজিটিসিএন্ডএস) আয়োজিত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কো কোর্সে অংশ নিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)- এর ১৬ জন কর্মকর্তাসহ ২৫ জন অন্যান্য পদবীর সদস্য রোববার বাংলাদেশে এসেছেন। তারা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে কোর্সে অংশ নিবেন।

প্রশিক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০ জন কর্মকর্তাও অংশগ্রহণ করছেন। এ কোর্সে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

গত আগষ্ট মাসে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী উভয় বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বৃদ্ধি, একে অপরের কর্ম পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার অভিন্ন উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর ভারতের তেকানপুর বিএসএফ একাডেমী’তে বিজিবি’র ১৫ জন কর্মকর্তা সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণের জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

বিএসএফ কর্মকর্তাবৃন্দের পাশাপাশি ইতোপূর্বে গত ৩০ জুন হতে ৪ জুলাই ২০১৩ তারিখ পর্যন্ত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে ১ জন কর্মকর্তাসহ ২৫ জন অন্যান্য পদবীর বিএসএফ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

গত ২২ নভেম্বর হতে ০২ ডিসেম্বর পর্যন্ত ভারতের ঝারখান্ডে বিএসএফের ট্রেনিং সেন্টারে বিজিবি’র ২৫ জন অন্যান্য পদবীর সদস্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কোর্স এ অংশগ্রহণ করেন।
একইভাবে ২৮ ডিসেম্বর হতে ৬ জানুয়ারি ২০১৫ পর্যন্ত বিএসএফ -এর ২৫ জন বিভিন্ন পদবীর সদস্য বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণের জন্য এসেছেন।

এছাড়া আগামী মার্চ ২০১৫ তে ভারতের ঝারখান্ডে বিএসএফের ট্রেনিং সেন্টারে বিজিবি’র আরও ২৫ জন সদস্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কোর্স এ অংশগ্রহণ করবেন।

এসব প্রশিক্ষণ কোর্স উভয় বাহিনীর সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত অভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ভুমিকা রাখবে। -বাসস