হাটহাজারীতে ১৩ মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামি মো. নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নূর হোসেন হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ২ নম্বর ওয়ার্ডের ইসলাম বাবুর্চি বাড়ির নুর মোহাম্মদের ছেলে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী নূর হোসেনকে চৌধুরীহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, চাঁদাবাজি, চুরি, জাল জালিয়াতিসহ ১৩টি মামলা রয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হবে।
এমডিআইএইচ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ