ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে, আশা বিডা চেয়ারম্যানের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি বলেন, বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন।

আরও পড়ুন

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, আগামী ২০-২৫ বছর পর এর সুফল পাওয়া যাবে।

এমইউ/কেএসআর/এমএস