নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালে নাশকতা ঠেকাতে রোববার রাতেই সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুলিশের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসীন রেজা রোববার বিকেলে জাগোনিউজকে জানান, ২০ দলের ডাকা হরতালে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিজিবি মোতায়েন থাকবে।
হরতালে রাজধানীর আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সে জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবিও কাজ করবে বলে জানান তিনি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো.মাসুদুর রহমান।
তবে সোমবারের হরতালের আগে রোববার রাজধানীতে হাতবোমা বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনার এলাকায় বিস্ফোরিত হাত বোমায় দুজন আহত হন। কাজীপাড়ায় সিএনজিতে দেওয়া আগুনে দগ্ধ হন একই পরিবারের তিনজন।
সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট ইউনির্ভাসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে ও গাজীপুরে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে দিনব্যাপী এ হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
হরতালের আগে কেন্দ্রীয় পর্যায়সহ বিভিন্ন স্থানে পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নাশকতা ঠেকাতে রাজপথে তারা থাকবে। আওয়ামী লীগ নেতা নাসিম বলেছেন, বিএনপিকে রাস্তায় দাঁড়াতেই দেয়া হবে না। যেখানেই বিএনপির সমাবেশ সেখানেই ঠেকানো হবে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেছেন, “কেউ যেন জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তায় বাধা তৈরি না করতে পারে সেজন্য পুলিশ সতর্ক থাকবে।”
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িং এর পরিচালক মুফতি মাহমুদ খান জাগোনিউজকে বলেন, হরতালে সারাদেশে নাশকতাকে বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। এজন্য সারাদেশে র্যাব দায়িত্ব পালন করবে। রাস্তায় সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে র্যাব।
উল্লেখ্য, সমাবেশ করতে না পেরে গাজীপুরে শনিবার হরতাল ডেকেছিল ২০ দল। তবে সেখানে রাজপথে তৎপর ছিল সরকার সমর্থক ছাত্রলীগ।
গাজীপুরে সমাবেশ করতে না দেয়া, রাজবন্দিদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের দাবিতে সোমবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোট।
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১