ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘির আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। আগের বছরের মতো এবারও বাঘা শরীফের কাছে পরাজিত হয়ে রানার আপ হন একই এলাকার বলী মো. রাশেদ। বাঘা শরীফের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলী খেলার ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ।

এর আগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন। বলীখেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সালের ১২ বৈশাখ প্রচলন করেন ‘বলীখেলা’। এই বলী খেলাকে ঘিরে তিন দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

এমডিআইএইচ/কেএসআর/এএসএম