ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিউমার্কেট, আজিমপুর, পল্লবী ও মালিবাগে ৬ জন আটক

প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবার হরতাল চলাকালে মিছিল করার সময় রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, পল্লবী ও মালিবাগ এলাকা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সকাল পৌনে নয়টার দিকে বিজিবি সদর দফ্তরের আইয়ুব আলী গেট সংলগ্ন এলাকায় বিএনপি সর্মথনকারীরা একটি মিছিল বের করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম ও আব্দুস সালামকে আটক করে পুলিশ।

আটক শাহাদাত হোসেন কেন্দ্রিয় ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষক সম্পাদক। নিউ মার্কেট থানা পুলিশের ওসি ইয়াসির আরাফাত জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, একই সময় আজিমপুর এলাকা থেকে এনায়েত খান নামে বিএনপির এক সমর্থককে আটক করেছে পুলিশ। লালবাগ থানা পুলিশের ডিউটি অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া পল্লবীতে সিএনজি ভাঙচুরের সময় স্বপন নামে একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে সকাল ৯টায় মালিবাগ আব্দুল হোটেল এলাকা থেকে আনোয়ার হোসেন (৩২) ও শাহাজাহান খান (৪২) নামে দুই জামায়াত কর্মীকে আটক করেছে রমনা থানার পুলিশ।

রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।