ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএনসিসি

৩০০ ফিট দিয়ে আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত করিডোর চালুর পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৩ মে ২০২৫

রাজধানীর প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার বিষয়ে সরজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক।

শনিবার (৩ মে) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ পরিদর্শন করেন। এ সময় তিনি যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে, তাছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে।

৩০০ ফিট দিয়ে আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত করিডোর চালুর পরিকল্পনা

প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বসুন্ধরা, স্বদেশ ও অন্যান্য যেসব হাউজিং প্রকল্প আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বর্তমান প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম