ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেইলি রোডে আগুন লাগা ভবনের ছাদ থেকে ৩ জন জীবিত উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৫ মে ২০২৫

রাজধানীর বেইলি রোডে আগুন লাগা ক্যাপিটাল সিরাজ সেন্টারের ছাদ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ওই সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন রেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

টিটি/বিএ/এমএস