‘ফেক অ্যাকাউন্ট বর্জন করুন’ লিখে দুদক চেয়ারম্যানের নামে ভুয়া আইডি
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন/ ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারক চক্রের তৈরি আরও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে কমিশন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্রচ্ছদে লেখা রয়েছে ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’

কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএম/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ছিলেন হাদি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ২ অপরাধীদের শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার: ফারুকী
- ৩ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতে
- ৪ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
- ৫ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র্যাব-সেনা