ঈদের ছুটি শুরু ৫ জুন, অফিস খোলা থাকবে আগের দুই শনিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৬ মে ২০২৫
ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা/ ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি থাকবে টানা ১০ দিন। তবে ছুটির সময় সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য অতিরিক্ত দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে থেকে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) সেটাকে ছুটি ঘোষণা করে ১৭ মে ও ২৪ মে- এ দুই শনিবার সরকারি কর্মচারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করবেন। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি ঘোষিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার)সহ ঈদুল আজহার মোট ছুটি হবে ১০ দিন।

ব্যাংকগুলো যেহেতু ব্যাংক কোম্পানি আইনে চলে, তারা তাদের মতো ছুটি ঘোষণা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।

এমইউ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।