ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাবাজারে মোটর পার্টসের দোকানে লাগা আগুন নিভেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ মে ২০২৫

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে মোটর পার্টসের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বাংলাবাজারে একটি পার্টসের দোকানে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/এমএস