ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৭ মে ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১৬ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, শুক্রবার (১৬ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সাইদুর রহমান (৪২), আবির মাহমুদ টিটো (৪১), মাহমুদুল হাসান (৩০), মিজানুর (৪২), জহিরুল ইসলাম (২৬), মিঠু ব্যাপারী (২২) ও জসিম উদ্দিন (৪৩)।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে একজন, চাঁদাবাজির মামলায় চারজন, খুনের মামলায় একজন ও অন্যান্য মামলায় একজন।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এএসএম