ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২০ মে ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদককারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সজীব (২৩), সাগর (২৪), আবুল খায়ের (৩০), শান্ত (১৮), রাসেল (৩০), জাকির (২১), নিরব (১৮), প্রিন্স (২২), মামুন (২১), রাজিব (১৯), কাজল (২৬), মারুফ আকাশ (২৪), রবিন (২৪), শাহাজাদা ওমর (৩৪), শানজু (২৫), মমতাজ(২৮), রাহাত (২১), রাসেল (২০) ও খাদিমুল (২৫)।

সোমবার (১৯ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে ডিএমপির মামলায় দুইজন, মাদক মামলায় আটজন, দ্রুত বিচার আইনে ছয়জন ও ওয়ারেন্টভুক্ত তিনজন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/জিকেএস